ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে তানভীর’স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকাল ১০টায় ঝালকাঠি পৌর-শহরের মধ্যচাদকাঠি বিশ^ রোডের পাশে চেহেরা মঞ্জিল প্রাঙ্গন স্কুলের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।প্রিন্সিপাল সুরেস চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার ৬নং বাষন্ডা ইউপি চেয়ারম্যান স্বর্নপদকপ্রাপ্ত মো.মোবারেক হোসেন মল্লিক।বিশেষ অতিথি ছিলেন পৌর-কাউন্সিলরওযুবলীগনেতামো.রেজাউল করিম জাকির(জিএস জাকির),এ্যাড.তানভীর আহম্মেদ, ঝালকাঠি সদর এলজিইডি’র উপ-সহকারি প্রকৌশলী মো.মঞ্জুরুলইসলাম,বিশিষ্টব্যবসায়ী মো. নাসির উদ্দিন খলিফা,দেশবাংলা ফাউন্ডেশনের পরিচালক মো.মিজানুর রহমান। উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক ভাইস-প্রিন্সিপাল মো.মোশারেফ হোসেন ও সার্বিক ব্যাবস্থাপনায় অত্র স্কুল এন্ড কলেজের শিক্ষক/শিক্ষীকা মন্ডলী ছিলেন।এ সময় অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠানের সুনাম রক্ষার লক্ষে ইতিপুর্বে অর্জন করা সাফল্য নিয়ে আলোকপাত করেন ও উত্তরোত্তর সুনাম রক্ষার বিষয়ে পরামর্শ দেন।অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন মহিলা পৌর-কাউন্সিলর মোসাম্মত তাসলিমা বেগম, ছাত্র-ছাত্রী’র অবিভাবকসহ স্থানীয় নেতৃবৃন্দরা। রচনা প্রতিযোগীতা,যেমন খুশি তেমন সাজো,কুরআন তিলাওয়াত,বালিশ লুকানো,গোল্লাছুট,সুন্দরী প্রতিযোগীতাসহ মোট ৩৫ টি ইভেন্টে অংশগ্রহণকারী ১ম , দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে ১০১ টি পুরস্কার প্রদান করার মধ্য দিয়ে অত্র স্কুল ও কলেজের শিক্ষার্ত্রীদের অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *