ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে যৌতুকের দাবীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রী’র দায়ের করা মামলায় স্বামী বাদল হাওলাদার (৩৫), ভাসুর যথাক্রমে দেলোয়ার হোসেন(৪০) ও আনোয়ার হোসেন (৩৮)কে ৯ বছরের সশ্রম কারাদন্ড ও ১৬ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ১০ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। ৩১ জানুয়ারী ঝালকাঠির বিজ্ঞ চীফ জুডিসিয়াল মাজিস্টেট আবু শামীম আজাদ আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত বাদল হাওলাদার, দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মোফাজ্জেল হোসেন হাওলাদারের ছেলে। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি হোসেন আকন খোকন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড. আব্দুল আলীম।