ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা সোমবার ৩০শে অক্টোবর বিকেল ৪টায় জেলা জজ আদালত ভবনের শহীদ সোহেল ও জগন্নাথ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এমএ হামিদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার পারভেজ, লিগ্যাল এইড অফিসার ও কমিটির সদস্য সচিব এসএম মাহফুজ আলম, বিচারক মো. আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা আহসান কবীর, আইনজীবী সমিতির সভাপতি ও পিপি আব্দুল মান্নান রসুল, সাধারন সম্পাদক বনি আমীন বাকলাই, জিপি মীর রফিকুল ইসলাম আজম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কারাধ্যক্ষ মো. আতিকুল ইসলাম, ব্র্যাক প্রতিনিধি হাসিনা আক্তার। এছাড়াও বিচারক, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিবিধ আলোচনায় জেএমবির বোমা হামলায় নিহত দুই বিচারকের স্মরণে আগামী ১৪ই নভেম্বর সকাল সাড়ে আটটায় এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হবে। র্যালী শেষে ২ বিচারকের স্মৃতি স্তম্ভে পুষ্প মাল্য অর্পণ ও দোয়া মোনাজাত করা হবে। সকাল ৯ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।