ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির সুগন্ধা ও বিশখালী নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার যৌথ অভিযানে ২৪ ঘন্টায় ২৩ হাজার মিটার জাল ও ১১ কেজি মা ইলিশ জব্দ করেছে ।
অভিযানে ঝালকাঠি থানা পুলিশের একটি টিম সাথে ছিল।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন আমরা মা ইলিশ রক্ষার অভিযানে গত ২৪ ঘন্টায় ২৩ হাজার মিটার জাল ও ১১কেজি মা ইলিশ জব্দ করি। আমাদের অভিযানের টের পেয়ে জাল ফেলে জেলেরা পালিয়ে যায় তাই তাদের আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত জালের মূল্য প্রায় চার লক্ষ ৬০ হাজার টাকা।
জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।
মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মা ইলিশ রক্ষায় আমরা ২৪ ঘন্টা নদীতে অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।