ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ১৬ অক্টোবর সোমবার সকাল ১০টায় ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা যুব প্রশিক্ষণ কেন্দ্র হলরুমে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক শাহপার পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মোতাহার রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোফাজ্জেল হোসেন এবং সিনিয়র ইনস্ট্রক্টর (পশুপালন) সৈয়দা আফরোজা সুলতানা। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উচ্চমান সহকারী মোঃ জাকির হোসেন। নারী সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ- পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম, আশ্রায়ণ প্রকল্প, স্মার্ট বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষাসহ নিরাপদ খাদ্য, মাদকের ভয়াবহতা, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, ভিশনঃ ২০৪১, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, দেশের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধ, জ্বালানী সাশ্রয়, কোনো জমি অনাবাদী না রাখা, বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধ, গুজব প্রতিরোধ, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তা, শিক্ষা, অটিজম, নিরাপদ খাদ্য, তথ্য অধিকার আইন ২০০৯ ও জাতীয় আইনগত সহায়তা প্রদান বিষয়ে উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করা হয়। সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দেড়শতাধিক নারী এবং কিছু সংখ্যক পুরুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *