মোঃ শাহজালাল দেওয়ান :
গাজীপুর মহানগর টঙ্গীতে টিআর প্রকল্পের ১ কোটি ৫ লক্ষ টাকার চেক বিতরণ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। রবিবার ১৪ই ফেব্রুয়ারী দুপুরে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চেক বিতরণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত টিআর প্রকল্পের আওতায় সমগ্র বাংলাদেশের এমপি কোঠায় বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, মসজিদ, মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, উপসনালয় ক্ষুদ্র বরাদ্দের মাধ্যমে কাজের উৎসাহ ও মেরামতের ব্যয় হিসেবে প্রকল্পের আওতায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম পি এর আওতাভুক্ত মোট ১ কোটি ৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। উক্ত বরাদ্দের পরিমাণ ২০৪ টি মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও জনকল্যাণ মূলক প্রতিষ্ঠানের স্ব-স্ব ক্ষেত্রে সভাপতি বরাবর এই চেক প্রদানের অনুষ্ঠানের কার্যক্রম করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম.পি।এছাড়াও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহম্মেদ, মহানগর কৃষকলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, মহানগর যুবলীগ নেতা আরিফুর রহমান পলাশ,যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, মহানগর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আহসান আলম ফরাজি ,টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মনজুর, সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম,ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির বাপ্পি প্রমুখ।
##