নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি//
ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
শনিবার (৫অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র সভাপতিত্বে বক্তব্য দেন,
পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) সরদার মোস্তফা শাহিনা, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক, ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, জেলা শিক্ষা অফিসার শাহীন আখতার প্রমুখ। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুহ.জালাল উদদীন, সিনিয়র শিক্ষক মোঃ মাহমুদুন্নবী রাজা, সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবুল হাসান ত্ব-হা, আরকে স্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম স্বপন, সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপেন্দ্র নাথ ঝাঁ। বিশ্ব শিক্ষক দিবসে সকল বৈষম্য দূর করে বেসরকারি শিক্ষকদের যৌক্তক দাবি দাবিগুলো উত্থাপন করা হয়।
দিবসটি পালনে ঠাকুরগাঁও সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, আপনাদের দাবিগুলো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে পৌঁছাবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।