– নাজমুল হুদা পারভেজ
বিষন্নতায় হৃদয়ের আকাশটা মলিন
চারিদিকে বৃষ্টি ঝরছে অঝোরে।
এ যেন প্রকৃতির কান্না নয়, আমারই।
তবে কি আমিও-
প্রকৃতিতে হয়েছি বিলীন?
আমাকে তো কাঁদিয়েছে সে,
ও যে পথে হাঁটতে চেয়েছিল
সে পথে আমি হাঁটিনি বলে।
বুক ভরা অভিমান নিয়ে-
আমাকে না বুঝেই, ছেড়ে গেছে চলে।
আমি পাহাড়, নদী, সাগরকে ভালোবাসি
সে কি নদী? তবে কেন ওর কাছে যেতে চাই?
আমি নীল আকাশ,সবুজ প্রান্তরকে ভালোবাসি
সে কি আকাশ? সেতো অনেক দূরে ,কাছে নাই।
ভোরের শিশির ভেজা বকুল ফুল দু’পায়ে মাড়িয়ে
পায়েলের রিনিঝিনি নিক্কণ তুলে হৃদয় কাননে
সেতো এঁকে গেছে পদ চিহ্ন-
আমার নদী, আকাশ অবশেষে গেছে হারিয়ে।
যে পথে সে হাঁটতে চেয়েছিল, সে পথে আমি হাঁটিনি
আমি হাঁটতে চেয়েছিলাম সেই পথ ধরে, ওকে নিয়ে-
যে পথে কেউ কখনো,কাউকে নিয়ে হাঁটেনি,
যে পথে কেউ কারও হৃদয় কাননে আঁকেনি পদ চিহ্ন।
ও বুঝল না আমায়-
বুঝল না, আমার প্রকৃতি, অন্যের প্রকৃতি থেকে ভিন্ন।