রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
দীর্ঘ ৮ বছর অপেক্ষার পর উৎসব মুখর পরিবেশে কুড়িগ্রামের রৌমারী উপজেলা আ‘লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে আওয়ামী নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং বিরাজ করছে উৎসবের আমেজ। গত ১৪ সালে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তারপর প্রায় ৮ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে হাজার হাজার লোকের সমাগম ঘটনার পরিকল্পনা নিয়েছে দলটি। এদিকে শুভেচ্ছা ও পদ প্রত্যাশী নেতাকর্মীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলা জুড়ে।
২৯ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে, শাহজাহান খঁান এমপি সাবেক মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আ‘লীগ কেন্দ্রীয় কমিটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সাখাওয়াত হোসেন শফিক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ও সমন্বয়ক রংপুর বিভাগীয়, এডভোকেট হুসনে আরা লুৎফা ডালিয়া সাবেক এমপি সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি, এডভোকেট সফুরা বেগম রুমি সাবেক এমপি ও সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি, উদ্বোধক জাফর আলী সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখা, প্রধান বক্তা আমান উদ্দিন আহমেদ মঞ্জু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখা। সম্মেলনে সভাপতিত্ব করবেন আলহাজ জাকির হোসেন এমপি প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় ও সঞ্চালনায় রেজাউল ইসলাম মিনু সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ।