ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দেশ বন্ধু গ্রুপ পক্ষ থেকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগিদের ব্যবহারের জন্য অক্সিজেন কনসেন্টেটর প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দেশ বন্ধু গ্রুপের পক্ষ থেকে সরকার রকিব আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা ও উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: এ এস এস সায়েমের উপস্থিতিতে মেশিনটি হস্তান্তর করেন। এসময় উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এমদাদুল হক মন্টু, চিকিৎসক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় দেশ বন্ধু গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি গোলাম মোস্তফাকে সকলের পক্ষথেকে ধন্যবাদ জানানো হয়।
উল্লেখ্য, গত বছরও দেশ বন্ধু গ্রুপের পক্ষ থেকে পুলিশ, উপজেলা প্রশাসন , হাসপাতাল ও সাংবাদিকদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছিলো।