ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক শামসুল হকের সভাপতিত্বে শনিবার বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খাঁন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুল রহমান চন্দন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রাধান, আঃ ওয়াহাব ও সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান।
বিক্ষোভ সমাবেশটির সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন।
এ সময়ে বক্তারা বর্তমান সরকারের প্রধানমন্ত্রীকে হুসিয়ারি জানিয়ে বলেন, এখনো সময় আছে আপনারা সাবধান হয়ে যান। নইলে শ্রীলংঙ্কার মতো পালানোর রাস্তা খুঁজে পাবেননা।