জামালপুর প্রতিনিধি ॥
খাদ্যপণ্য, ভোজ্য তেল, গ্যাসসহ সকল প্রকার নিত্যপণ্যের দ্রব্যমূল্য অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল। রবিবার দুপুরে জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতৃবৃন্দ। মিছিলটি শহর প্রদক্ষিণ করে স্টেশনবাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানা খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমরুজ্জামান দর্শন চৌধুরীর সঞ্চালনায় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল করিম প্রধান রনি। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন জনি, যুগ্মসাধারণ সম্পাদক সুমিল পাঠান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন প্রমুখ। এসময় বক্তারা তেল, পেঁয়াজ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ছাত্রদলের নেতাকর্মীরা।