স্টাফ রিপোর্টার
মাদককে না বলি, খেলাধুলায় যুক্ত থাকি এই স্লোগান সামনে নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২ টা থেকে রাত ১১টা পর্যন্ত বুড়িরহাট নিউ সেন্ট্রাল স্পোটিং ক্লাব আয়োজিত রংপুর নগরীর ৬নং ওয়ার্ডের বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
রংপুর সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনোয়ারুল ইসলাম লেবু সরকার এর সভাপতিত্বে রাত ৯টায় বুড়িরহাট নিউ সেন্ট্রাল স্পটিং ক্লাব বনাম কদমতলা এ্যালিভ্যান্ট স্টারের ফাইনাল খেলার উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর মহানগর সভাপতি বাবু তুষার কান্তি মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ জাহেদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আব্দুর রউফ ডাবলু প্রমুখ।
বুড়িরহাট নিউ সেন্ট্রাল স্পোটিং ক্লাব আয়োজিত ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের ৮টি দল অংশ গ্রহণ করে। দলগুলো হলো- বুড়িরহাট সুপার লায়ন্স স্পোটিং ক্লাব, দোস্তের আস্তানা একাদশ, বুড়রিহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৭, ধলতলা একাদশ, কিশামত হাবু একাদশ, ডরিছ একাদশ, কদমতলা এ্যালিভ্যান্ট স্টার ও বুড়িরহাট নিউ সেন্ট্রাল স্পটিং ক্লাব।
এর আগে দুপুর ১২টায় বুড়িরহাট সুপার লায়ন্স স্পোটিং ক্লাব বনাম দোস্তের আস্তানা একাদশ এর মধ্যে টুর্নামেন্টের উদ্বোধন করেন দৈনিক প্রথম খবর পত্রিকার নির্বাহী সম্পাদক ও বুড়িরহাট নিউ স্পোটিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোঃ তাজিদুল ইসলাম লাল। এর সময় উপস্থিত ছিলেন বুড়িরহাট নিউ সেন্ট্রাল স্পোটিং ক্লাবের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক মোঃ তুষার ও টিম ম্যানেজার আশিক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও সমাজ সেবক একরামুল হক রতন, বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজার রহমান লিমন, পূবালী ব্যাংক ধাপ শাখার কর্মকর্তা মাহবুবুল ইসলাম তুষার, শেফালী নার্সারীর স্বত্ত্বাধিকারী শাহজাহান আলী, আকসা কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী ওয়ায়েজ কুরনী বাবু, ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ যাদু মিয়া প্রমুখ।
ফাইনাল খেলাল বুড়িরহাট নিউ সেন্ট্রাল স্পটিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে কদমতলা এ্যালিভ্যান্ট স্টার চ্যাম্পিন হয়। শেষে রাত ১১টায় চ্যাম্পিন দল কদমতলা এ্যালিভ্যান্ট স্টারের খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট অনুষ্ঠানের সভাপতি ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনোয়ারুল ইসলাম লেবু সরকার, বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ জাহেদুল ইসলামসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন