নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি:

গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৃক্ষরোপন সপ্তাহ ২০২৩ উপলক্ষে গ্রামীন ব্যাংক যোনাল অফিসের উদ্যোগে ২০ জুন সকালে ১১ম,৭ম, ৮৫ম, ও ১৯ম কেন্দ্রে গ্রামীন ব্যাংক সদস্যদের মাঝে বিভিন্ন জাতের প্রায় ১০০০ গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সদস্যরা নিজ উদ্যোগে রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন যোনাল ম্যানেজার (উপ-ব্যবস্থাপক) আব্দুল হালিম, যোনাল অডিট অফিসার প্রদ্যুৎ কুমার বিশ্বাস,নাগেশ্বরী শাখা ব্যবস্থাপক নুরে আলম সিদ্দিকী,এরিয়া ম্যানেজার আবুব্ক্কর সিদ্দিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *