কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম নাগেশ্বরী মৌজায় জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে এমরান আহাম্মেদ নামে এক ব্যক্তি গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মোছাঃ রাশেদা বেগম স্বপনা নিজে বাদী হয়ে নাগেশ্বরী থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম নাগেশ্বরী হাজিপাড়া এলাকার বাসিন্দা মৃত-আলহাজ্ব আব্দুল মালেক এর কন্যা মোছাঃ রাশেদা বেগম স্বপনা। তিনি বৈবাহিক কারণে কুড়িগ্রাম জেলা শহরের পুরাতন ষ্টেশন পুলিশ ফাঁড়ি এলাকায় তাহার স্বামী মোঃ এমরান আহাম্মেদ এর বশতঃ বাড়িতে পরিবার সহ বসবাস করেন। রাশেদা বেগম স্বপনার মা মৃত আবেদা বেগম পশ্চিম নাগেশ্বরী মৌজার হাল দাগ নং-৩৯৯২ হতে ৭ শতক জমি তার নামে লিখে দেন। উক্ত জমি কোন প্রকার আলোচনা ছাড়াই রাশেদা বেগম স্বপনার দুই ভাই যথাক্রমে- মোঃ আব্দুল কাদের (৬৫) ও মোঃ আব্দুস ছাত্তার (৪৮) জমি দখলে নেয়ার চেষ্টা চালায়। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে রাশেদা বেগম স্বপনার স্বামী মোঃ এমরান আহাম্মেদ তার স্ত্রীর ভাইদের দ্বারা অতর্কিত সন্ত্রাসী কায়দায় গত ৬ জুন মঙ্গলবার বিকেলে মারপিঠের শিকার হয়ে গুরুত্বর আহত হয়েছে। আহত মোঃ এমরান আহাম্মেদ বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এমরান আহাম্মেদ এর স্ত্রী রাশেদা বেগম স্বপনা নিজে বাদী হয়ে নাগেশ্বরী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *