নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালন করেছে নাগেশ্বরী থানা। শনিবার সকাল ১০ টায় এ উপলক্ষে পুলিশ, জনতা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবির অংশগ্রহনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় থানা থেকে। এটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে আলোচনাসভা করে। পুলিশিং কমিটির নাগেশ্বরী উপজেলা শাখা সভাপতি শফিকুল বারী জিন্নাহর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস, সিনিয়র এএসপি (সার্কেল) আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সরকার, ওসি আফজালুল ইসলাম, পুলিশিং কমিটির সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী, পুলিশিং কমিটির সমন্বয়কারী এস.আই সারওয়ার হোসেন প্রমুখ। পরে অতিথিরা থানা চত্বরে ফলজ ও বনজ বৃক্ষরোপন করেন। শেষে গোলাপ খাঁ শিশু সদনের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।