নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে র্নাসারীর গাছ চুরি ও জমি দখলের পায়তারার অভিযোগ উঠেছে। উপজেলার সন্তোষপুর ইউনিয়নের দক্ষিণ সরকার টারী গ্রামের মৃত তছিম উদ্দিনের ছেলে জালাল উদ্দিন, মৃত জসমত আলীর মে জোসনা খাতুন, মৃত নাসির উদ্দিনের ছেলে এরশাদ, জাহিদুল গংদের নিজের ক্রয়কৃত জমিতে দির্ঘদিন থেকে নার্সারীতে বিভিন্ন জাতের গাছের চারা তৈরী করে বিভিন্ন হাটে বাজারে গাছের চারা বিক্রী করে জিবন সংষার চালাচ্ছে। এমন্ অবস্থায় নার্সারীর গাছ চুরি, নার্সারী মালিক পরিবারদেরকে হুমকি ও জমি দখলের চেষ্ঠা করার অভিযোগ উঠেছে পাশের বাড়ীর নার্সারীর জমি বিক্রয়কারী
মৃত আলেপ উদ্দেনের ছেলে মানিক, সোবাহান এবং মোতালেব গং এর বিরম্নদ্ধে। এ বিষয়ে নার্সারী পরিবার নাগেশ্বরী থানায় অভিযোগ করলে থানা পুলিশ ঘটনা স্থল গিয়ে তদন্ত করেন বলে জানান ভুক্তভোগী অসহায় পরিবার। জীবনের কোন নিরাপত্তা নেই, বিভিন্ন ভাবে অত্তাচারের শিকার হচ্ছেন তাই কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করছেন তারা।