জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম:
কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা ইউনিয়নের সরকারটারী (পেলকাটারী) গ্রামে পানিতে ডুবে হোসাইন নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুটি ওই গ্রামের আব্দুল কাদেরর ছেলে। পরিবারের লোকজন জানান, বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুর দেড়টার দিকে হোসাইন এবং তার ফুফাতো ভাই মোন্নাফ (৫) বাড়ির অদুরে সড়কে খেলতে যায়। এসময় সবার অজান্তে সড়কের পাশের একটি ছড়ায় দুইজন গোসল করতে নেমে গভির পানিতে তলিয়ে যায়।
পথচারীরা দুইজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার করে এবং তাদের দুইজনকে পানি থেকে শুকনেো স্থানে তোলে। পরে গ্রামবাসীসহ পরিবারের লোকজন এসে দুইজনের পেট থেকে পানি বের করার চেষ্টা করে। এসময় মোন্নাফ বেঁচে গেলেও মারা যায় হোসাইন। মোন্নাফ একই গ্রামের জুলহকের সন্তান। হোসাইন ও মোন্নাফ সম্পর্কে আপন মামাতো ফুফাতো ভাই।
প্রত্যক্ষদর্শি নূরু মিয়া জানান, দুইজনকে পানিতে ভেসে থাকতে দেখে একই গ্রামের মোজাফ্ফর এবং বাচ্চু মিয়া তাদেরকে পানি থেকে উদ্ধার করে। পরে তাদের পেট থেকে পানি বের করার পর মোন্নাফ বেঁচে উঠে কিন্ত হোসাইন মারা যায়।
কচাকাটা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।