এম এস সাগর, কুড়িগ্রাম:
নাগেশ্বরীর বেরুবাড়ীর বাহেজের ব্রিজটির একাশে হঠাৎ করে বড় ধরণের ফাটল দেখা গেছে। চলাচলে ঝুঁকিতে পড়েছে ৫গ্রামের ১০হাজার মানুষ।
এলাকাবাসী জানায়, বেরুবাড়ী বাজার থেকে উত্তর-পূর্বদিকে চরবেরুবাড়ী, মীরেরভিটা, শালমারা ও বালিয়ারকুটিসহ ৫গ্রামের মানুষের আসা-যাওয়ার একমাত্র সড়কে প্রায় দুই যুগ আগে নির্মিত বাহেজের ব্রিজটি হঠাৎ করে ফেটে যায়। এতে চলাচলে চরম ঝুঁকিতে পড়েছে লোকজন। বেরুবাড়ী বাজারসহ উপজেলা শহরে আসা-যাওয়ার বিকল্প কোনো সড়ক না থাকায় মামলামাল পরিবহন বন্ধ হয়ে গেছে। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা।
এলাকার সোলায়মান আলী বলেন, ব্রিজটি ৫গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা। এটি ভেঙ্গে পড়ায় তাদের চলার পথ বন্ধ হয়ে গেছে।
বেরুবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। ব্রিজটি খুবই প্রয়োজনীয়। এ কারণে দ্রুত নতুন ব্রিজ নির্মাণের আবেদনও করা হয়েছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী বাদশা আলমগীর জানান, দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো রহমতুল্লাহ বলেন, বিষয়টি জানতে পেরে উপজেলা প্রকৌশলীকে সরেজমিন দেখে ব্যবস্থা নিতে বলা হয়েছে।