নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আজ মঙ্গলবার দুপুর ১ঘটিকার সময় ভোক্তা অধিকার আইনে বাজার মনিটরিং অভিজানে পরিচালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, মোঃ মোস্তাফিজুর রহমান,সহকারী পরিচালক ভোক্তা অধিকার অধিদপ্তর কুড়িগ্রাম, পবিত্র কুমার রায়, স্যানিটারী ইন্সপেক্টর নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ থানা প্রশাসন।
উপজেলার নাগেশ্বরী বাজার মনিটরিং এর সময় নাগেশ্বরী ভুরুঙ্গামারী প্রধান সড়কের পাশে প্রিয়াংকা সুইট এর অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করার দায়ে দশ হাজার টাকা এবং নাগেশ্বরী বাজার মসজিদ রোডের আলতাফ স্টোরের মালিক মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্য বিক্রির দায়ে দুই হাজার টাকা,মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে।