নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জোরাব্রীজ পানাকুড়িএলাকায় যুব সমাজ ও মায়ের দোয়া করাত মিলের উদ্যোগে ভাওয়াইয়া একাডেমী নাগেশ্বরীর পরিচালক ও সাংবাদিক শফিকুল ইসলাম শফির পরিচালনায়, মিজানুর রহমান ও আবুবক্কর ব্যাপারীসহ স্থানিয়দের সার্বিক সহযোগীতায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, ওসি রুপ কুমার, সাবেক পৌর মেয়র আব্দুর রহমান মিয়া, আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হাকিম, প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী, আবৃত্তিকার প্রভাষক রেজাউল করিম রেজা, পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক আব্দুল হাই ভুট্রু, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল ইসলাম রুবেল ও আব্দুল মোতালেব, সাবেক ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, প্যানেল মেয়র আশরাফুল আলম, পৌর ১নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বিএসসি ও মেম্বার আজিজুল হকসহ অনেকে। ভাওয়াইয়া একাডেমী নাগেশ্বরী ও অতিথি শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা