আব্দুল গণি, নাগেশ্বরী, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক নৃশংসভাবে রোহিঙ্গা মুসলিমদের উপর জুলম, নির্যাতন, শিশু হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলার সকল মাদ্রাসা শিক্ষার্থীরা। নাগেশ্বরী কাওমী মাদরাসার ডাকে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন গেইট থেকে থানা গেইট পর্যন্ত প্রায় ১ কিলোমিটারব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আল কারিম ক্যাডেট মাদ্রাসা, ভোরেরপাখি সাংস্কৃতিক ফোরামসহ উপজেলার সকল মাদরাসার শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীরা ছাড়াও সকল স্তরের জনসাধারণ অংশ নেয়। আল কারীম ক্যাডেট মাদ্রাসার পরিচালক-ফরহাদ হোসেনের সঞ্চালনায় এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব-হাফেজ মাওলানা মো. মোজাম্মেল হক সাহেব, দারুন নাজাত জামে মসজিদের খতিব-মাওলানা মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সাধারাণ স¤পাদক-কাজী নাজমুল হুদা লাল, বিএনপির সভাপতি-গোলাম রসুল রাজা, চন্ডিপুর কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. মুফতি আব্দুল হান্নান কাছেমী, খাতুনে জান্নাত মহিলা মাদরাসার মুহতামিম-মাওলানা মো. শহিদুল ইসলাম, আশার মোড় কওমি মাদ্রাসার মুহতামিম-হাফেজ মো. আশরাফুল ইসলাম, শিক্ষক আবু সাঈদ, মাওলানা মুফতি মো. মাহবুব প্রমুখ। এ সময় বক্তারা অবিলম্বে রোহিঙ্গা মুসলিমদের উপর এমন বর্বরতা বন্ধ করার জন্য মিয়ানমারের প্রধানমন্ত্রী অং সান সূচির প্রতি হুশিযারি সংকেত প্রদর্শন করে তার ফাঁসির দাবি করেন এবং বাংলাদেশে অনুপ্রবেশ করা মুসলিম শরণার্থীদের সাহায্যের জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান। মানববন্ধন শেষে অসহায় রোহিঙ্গা মুসলিমদের কল্যাণ কামনায় দোয়া মনোজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *