কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা দোয়া মহাম্মদ ইফতেদায়ী ও হাফিজিয়া মাদ্রাসায় নতুন শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ তুলে দেয়া উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ১৯৬৭ সালে রামখানা দোয়া মহাম্মদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রতিষ্ঠিত হয়। এই ঈদগাহ মাঠে ২২ টি জামাতের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। ১৯৭৩ সালে ঈদগা মাঠ পরিচালনা কমিটির তত্ত্বাবধানে রামখানা দোয়া মহাম্মদ ইফতেদায়ী ও হাফিজিয়া প্রতিষ্ঠা লাভ করে। ঈদগা মাঠ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষানুরাগী এলাকার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান বীরবল । তার পরিবারের পক্ষ থেকে ওয়াকপো করে জমি দান করা হয়। মাদ্রাসাটিতে কোমলমতি শিক্ষার্থীরা নিয়মিত ইসলামী শিক্ষা গ্রহণ করছে। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মাদ্রাসার মুফতামিম মাওলানা মোঃ আবু তালেব, স্থানীয় বিশিষ্ট জন মোঃ স্বাধীন আলী মুন্সী, আনিছুর রহমান, ছবিল উদ্দিন, জামাল উদ্দিন, ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন।