নাগেশ্বরী প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী কামিল এম এ মাদ্রাসায় অভিভাবকদের সাথে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ আগষ্ট রবিবার সকাল ১০ ঘটিকায আলিয়া মাদ্রাসার হল রুমে এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেমিনারের বিষয় ছিল মাদরাসা শিক্ষার মান উন্নয়নে আরবী ভাষা শিক্ষা গরুত্ব ও প্রয়োজনীয়তা। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ভারপ্রাপ্ত আ.ন.ম আখতারুজ্জামানের সভাপতিতে প্রবন্ধ উপস্থাপনা করেন ড.মোঃ আব্দুর রহিম মুকুল। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন আব্দুল হামিদ মিয়া, এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুল আউয়াল, মোঃ আব্দুস সালাম, মোঃ শহিদুল্যা। সেমিনারে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।