নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নাগেশ্বরী কামিল এম.এ মাদরাসার দীর্ঘ ১৬ বৎসর বিধি বহির্ভূত ভারপ্রাপ্ত অধ্যক্ষের পর বর্তমান গভর্নিং বডির সিদ্ধান্তক্রমে শনিবার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণ করে উপাধ্যক্ষ মহোদয় আব্দুল আউয়ালকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
নাগেশ্বরী আলিয়া মাদরাসার ইতিহাসে একটি বিরল ঘটনার পতন এবং নতুন পথের যাত্রা শুরু হলো বলে মন্তব্য করেছেন অনেক সুধিজনেরা।
এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়োগ পরবর্তিতে একটি ছবি প্রকাশ হওয়ার পর থেকে আলিয়া মাদরাসার গভর্নিং বডির সকল সদস্যকে অসংখ্য ব্যাক্তিদের অভিনন্দন জানাচ্ছে।
অনেকের মন্তব্য করে বলেন,
আশা করা যায় এর মাধ্যমে নাগেশ্বরী আলিয়ার নব দিগন্তের দ্বার উন্মোচিত হবে।