মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর প্রতিনিধি দিনাজপুর:
মোছাঃ রেনু আক্তার (১৫)।পিতা-মোঃ রশিদুল ইসলাম,মাতাঃ মোছাঃ রেবেকা বেগম, গ্রাম-সোনাপুকুর চাকলা, পোষ্ট-বিলাইচন্ডি থানা-পাবতীপুর, জেলা-দিনাজপুর। সে গত ১ জানুয়ারী সকাল ৮.৩০ মিনিটে তার নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। তার পর থেকে রেনু আক্তারের কোন খোজ মেলেনি। গত কয়েকদিন যাবত রেনু আক্তার নিখোজ রয়েছে। রেনু আক্তার বাড়ি থেকে বের হাওয়ার সময় তার পড়নে ছিলো আকশি রঙের পাখি ড্রেস এস্কারট ,লাল রঙের চুইটার।মোছাঃ রেনু আক্তার সোনা পুকুর চাকলা সুরভী উচ্চ বিদালয়ের ক্লাস অষ্টম শ্রেনীর ছাত্রী ছিলো। মেয়েটির সন্ধান পেলে ০১৭৭৩২৮১৪০৬ নং মোবাইলে জানানোর জন্য অনুরোধ করা গেল।