কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকার হাট হতে গত ০১ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ভারতীয় গরুর করিডোর করে ৬৪ লাখ ১৭ হাজার ৫শ টাকার রাজস্ব আদায় করেছে বিজিবি। কাস্টম এর সহযোগীতায় এসব রাজস্ব আদায় করা হয়েছে বলে জানায় বিজিবি।
কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুত্র জানায়, দইখাওয়ারচর হাট থেকে ৬৯৬২টি, পাখিউড়ারচর হতে ২০৫৬টি, নারায়নপুর হতে ১৯৭৮টি, শালঝোড় হতে ১০৫৬টি, ধলডাংগা হতে ১৮৫টি, ময়দান হতে ৬৪টি এবং পাথরডুবি হতে ১১টি। মোট সীমান্তে গবাদি পশুর সংখ্যা ১২,৩২২টি যার রাজস্ব আদায় ৬১ লাখ ৬১ হাজার টাকা এবং ধরলা চেক পোষ্টে ৫১৩ টি গরু করিডোর করা হয় যার রাজস্ব আদায় ২ লাখ ৫৬ হাজার ৫শ টাকা। ১১ দিনে সর্বমোট রাজস্ব আদায় ৬৪ লাখ ১৭ হাজার ৫শ টাকা।
কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক জাকির হোসেন জানান, জেলা কাস্টমসের সহযোগীতায় ভারতীয় গরুর করিডোর করে এসব রাজস্ব আদায় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *