—মোল্লা হারুন উর রশীদ
কি লিখবো সখা
জীবনের গল্পটাতো আঁকাবাঁকা।
পথ চলতে নিমিষেই ধরে অন্ধ কাকা।
আকারে বাকাঁ
ওকারে রংতুলি দিয়ে আকাঁ!
লিখলাম ছল
হয়ে যায় মল।
লিখবার শক্তি বহন করবার নাই বল।
ঝল মল করে কোলাহল
সিদ্ধ হৃদয়ে আজি নাহি করে কোলাহোল।
নিস্তব্ধতা চারিদিকে
হচ্ছেটা কেনো হট্রগোল।
বিরুপের ছন্দে
মন্দরা চলছে
আরে মশাই বলছে
এক ভয়ানক ছলছল।
সখা নিরুপায় আমি
করিনা মোরা নোংরামি।
যাচ্ছে চাচ্ছে বকছে
হোঁচট খেয়ে বসছে
ন্যারা ঠাকুর বেলের তলে বসছে।