সেদিনের সন্ধ্যাটা

কলমে—–মাহফুজা পারভীন মনি

সেদিনের সন্ধ্যাটা ছিল ভীষণ সুন্দর,

বহুদিন পরে ছাঁদে উঠে দেয়াল ঘেঁষে আনমনে দাঁড়িয়ে আছি!

হঠাৎ আকাশের দিকে চোখ গেলো,

গোধূলি লগ্নে আকাশটা যেন ধুসর কালো মেঘে ছেয়ে গেছে।

মনে হচ্ছে এই বুঝি অঝোর ধারায় বৃষ্টি নামবে।

মনে পড়লো তোমার দেয়া সেই সুন্দর সময়টুকুর কথা।

তোমার মনে আছে?

শেষ কবে আমরা একসাথে ছাঁদে উঠেছিলাম?

শেষ কবে হাতে হাত রেখে দৃষ্টি বিনিময় করেছিলাম?

মনে পড়লো হৃদয়ে জমে থাকা কত কথা বলেছিলাম সেদিন।

ভাবতেই তোমার উষ্ণ পরশ আমায় শিহরিত করছিল।

সেইসব স্মৃতির অতলে হারিয়ে গেলাম কিছুক্ষণের জন্য।

ভাবতে ভাবতেই অঝোর ধারায় বৃষ্টি নামলো।

সেদিনের মতো আবার দৌড়ে গিয়ে বৃষ্টিতে ভিজছিলাম।

আমার ঠান্ডা লাগবে ভেবে,

ছাতা নিয়ে দৌড়ে গেলে আমার কাছে,

একদম কাছে-মুখোমুখি, চোখাচোখি,

যেন দুজনের শ্বাস প্রশ্বাস একসাথে উঠা নামা করছে।

ঝাপটা বাতাসে মুহুর্তেই উড়ে গেল ছাতা,

অজান্তেই ঝুম বৃষ্টিতে দুজনে ভিজে একাকার হলাম।

আমার ভেজা চুল, ভেজা শরীর, অপলক তোমার দৃষ্টি,

লজ্জায় তোমার বুকে মাথা লুকিয়ে রইলাম কিছুক্ষণ।

মুখ তুলে বললে এত লজ্জা কিসের রাঙ্গা বউ?

কাছে এসো-আরও কাছে।

এমনি করে সত্যি যদি সেদিনের সন্ধ্যাটাই ফিরে পেতাম।

আজ আমি একা দাঁড়িয়ে, তুমি নেই আমার কাছে।

আছে শুধু সেদিনের সেই তোমার দেয়া

সুন্দর সময়টুকুর অনুভুতি-স্মৃতি হয়ে।

তবুও মনে আশা বেঁধে রই,

আবারও কোন একদিন তুমি আসবে,

আমায় ভালোবেসে কাছে টেনে নিবে,

বৃষ্টিতে ভিজবে ঐ মেঘলা আকাশের দিকে তাকিয়ে

যুগল কন্ঠে গাইবো গান,

শোনাবে জমিয়ে রাখা যত না বলা কথা,

হবে আলিঙ্গন!!

তারিখ ঃ ২৯/৮/২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *