নিজস্ব প্রতিনিধিঃ
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। পরে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করার লক্ষে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে হাজারো মানুষের সমাগম হয়।
২৫ জুন শনিবার আনন্দ র্যালী ও উদ্বোধন অনুষ্ঠান উপভোগের আয়োজন করেন জেলা প্রশাসন।
রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ, (এনডিসি) নেতৃত্বে শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্ত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালী করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল, এসপি এ বি এম মাসুদ হোসেনসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।