ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে আসন্ন পৌর নির্বাচনের লক্ষ্যে জয়পুরহাট-১ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপির পত্নী, পাঁচবিবি সরকারী বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা ও পৌর আওয়ামীলীগের সদস্য মেহের নিগার শিউলী পৌরসভার বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সাবেক ফুটবল খেলোয়ার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডলের সভাপতিত্বে পৌর শহরের ঢাকা পট্টি মহল্লার এমপির বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাঁচবিবি প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রভাষক আজাদ আলীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আ.লীগের সদস্য মাহবুবুর রহমান টুকু সরদার, উপজেলা আ.লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সহ-সভাপতি মহির উদ্দিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক সুমন চৌধুরী, পৌর আ.লীগের সভাপতি এস,কে আব্দুল হক, যুগ্ন-সম্পাদক জিহাদ মন্ডল, জেলা পরিষদ সদস্য মানিক আকন্দসহ পৌর এলাকার মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তরা আগামী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে এমপি পত্নী মেহের নিগার শিউলীকে মেয়র পদে নির্বাচন করার জন্য অনুরোধ করেন।