এস এম আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট থেকেঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় শ্রী কৃষ্ণ কুমার (২০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে ওই উপজেলার বুড়িমারী উফারমারা ষোলঘরিয়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
তিস্তা-২ ব্যাটালিয়ানের ৬১ বিজিবির ধবলসুতি বিওপি ক্যাম্পের হাবিলদার মো. বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ভারতীয় নাগরিককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে পাটগ্রাম থানায় একটি মামলা হয়েছে। ওই দিন বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।