সবুজ আহম্মেদ, পীরগঞ্জ ঠাকুরগাও প্রতিনিধি::
কয়েকদিনের টানা বর্ষণ আর উজানের ঢলে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার আরো নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। রোববার সকালে সরেজমিনে কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, ভারি বর্ষণে ডুবে গেছে রাস্তাঘাট। আর মানুষের বসতবাড়ি পানিতে ডুবে যাওয়ায় বাড়িঘর ছেড়ে পানিবন্দি ৫ শতাধিক পরিবার স্থানীয় স্কুল কলেজ এবং খোলা মাঠে আশ্রয় নিয়েছেন। এদিকে ঘরে পানি উঠায় বন্যার ভয়ে আতঙ্কিত হয়ে পীরগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামে রোববার ভোর রাতে রেহেনা পারভিন নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। পানিবন্দি অবস্থায় আতঙ্কে রেহেনা পারভীন নামে এক মহিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, ঘরবাড়ির আসবাপত্র ও গবাদিপশু ছেড়ে বাড়ি ছেড়ে এখনো অনেকে আসতে চায় না। তবুও আমরা চেষ্টা করছি। এদের মধ্যে ওই মহিলার মৃত্যু হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে বন্যায় প্লাবিত পরিবারগুলোকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন