ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ছয় ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের নৌকার মনোনয়নপত্র আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এসব হস্তান্তর ও নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউনিয়নের নৌকার প্রার্থী হারুন আর রশিদ, কৃষক লীগের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুল লতিফ, যুবলীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন, ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেন প্রমূখ।
উল্লেখ্য; ১ নং নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান ও নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাছেন আলী, ২ নং শিমুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও তিনবারের সাবেক সফল ইউপি চেয়ারম্যান এজাহার আলী, ৩ নং ফুলবাড়ী সদর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ, ৪ নং বড়ভিটা ইউনিয়নে আতাউর রহমান মিন্টু, ৫ নং ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী শেখ ও ৬ নং কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম এনতাজ আলীর পুত্র রিয়াজুল ইসলাম নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন।