ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইনতেফা কোম্পানির সেলস্ প্রোগ্রাম ২০২০-২১ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলার মেসার্স পিওর ট্রেডিং এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনতেফা রংপুর ডিভিশনের সেলস্ ডিরেক্টর জিয়াউল করিম শান্ত।

ফুলবাড়ীর দুইটি সফল ব্যবসা প্রতিষ্ঠান ‘মিজান ফার্টিলাইজার সপ’ ও ‘পিওর ট্রেডিং’ এর স্বত্বাধিকারী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইনতেফা’র কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ইনচার্জ আবু সাইদ, নাগেশ্বরীর টেরিটরী অফিসার ফয়সাল বিন আরিফ প্রমূখ।

বক্তব্য শেষে রিটেইলার বৃন্দের মাঝে মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়। উপজেলার খড়িবাড়ি বাজারের রিটেইলার সাদিকুর রহমান বিক্রয়ে বিশেষ অবদান রাখায় সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন। তিনি এন্ড্রয়েড মোবাইল ফোন সহ মোট ২২ টি পুরস্কার পেয়েছেন। বিক্রয়ের উপর নির্ভর করে রিটেইলারগণ পুরস্কৃত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন