ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তৃতীয় ধাপে গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার ছয় ইউনিয়নে সফল ভাবে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করায় বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে সোনালী ব্যাংক ফুলবাড়ী শাখার নীচ তলায় ১৮ ডিসেম্বর শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে থেকেও গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের বিরোধীতা করায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহজাহান মিয়া বাদশা, যুগ্মসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা সরকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরকার মনোয়ার পাশা, শ্রম বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ রানা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহদপ্তর সম্পাদক শ্রী হরিপদ সেন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বকসী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শ্রী কার্তিক চন্দ্র সরকারকে অব্যাহতি প্রদানের ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ।
এছাড়াও অনুষ্ঠিত বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের বেশকিছু নেতাকে নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করায় কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে বলেও জানান তিনি।