ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফেনসিডিল, গাঁজা , ইয়াবা ও ইয়াবা সেবনকারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার ২৮ জনুয়ারি বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের বদিয়ার রহমানের ঘর তল্লাশি করে ৫০ বোতল ফেন্সিডিল, ৭০০ গ্রাম গাজা ৪২ পিচ ইয়াবাসহ বদিয়ার রহমানকে ও ইয়াবা সেবনরত অবস্থায় সেবনের সরঞ্জামসহ ৪ ইয়াবা সেবনকারীকে গ্রেপ্তার করেন পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর এলাকার নূর হোসেনের ছেলে বদিয়ার রহমান(৩২) মৃত মনসুর আলীর ছেলে আব্দুল মতিন (৩৬) রুস্তম আলীর ছেলে লায়ন হোসেন (২৮) ধর্মপুর এলাকার মকবুল হোসেনের ছেলে হারুন-অর-রশিদ (২৬) ও নাগেশ্বরী উপজেলার পশ্চিম নেওয়াশী এলাকার হাছেন আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৪০)।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)রাজীব কুমার রায় জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে।