মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীর নির্বাচনী অফিস পোড়ানোর ঘটনায় এজাহার নামীয় আসামী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ফিরোজ (৪৮) কে গ্রেপ্তার করা হয়েছে।

সাবেক কাউন্সিলর ও আ’লীগ প্রার্থীর সমর্থক রেজাউল ইসলাম বাবু তালুকদার বাদী হয়ে নলছিটি থানায় বুধবার রাতে ফিরোজ সহ নামদারী ২৫ ও অজ্ঞাত ৩০/৩৫ জনের বিরুদ্ধে নলছিটি থানায় মামলাটি দায়ের করেছে ।
গ্রেপ্তারকৃত ফিরোজ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী জাকিয়া খাতুন সীমার স্বামী। শহরের সাথীর মোড় নামক স্থানে স্ত্রীর পক্ষে নির্বাচনী প্রচারনার সময় উক্ত মামলার প্রধান আসমী আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা ফিরোজ কে নলছিটি থানায় ওসি তদন্ত আঃ হালিম তালুকদার গ্রেপ্তার করেন। নলছিটি থানার ওসি আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য গতকাল গভীর রাতে নলছিটি পৌর এলকার তালতলা রাস্তার মোড়ে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ব্যাপারে নলছিটি থানার ওসি আলী আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেয়ে মামলা রুজু করি (মামলা নং ১৬)। মামলার প্রাধান আসামী গোলাম মোস্তফা ফিরোজ কে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদেরও গ্রেফতার অভিযান অব্যহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *