ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি গাইড বই প্রদান করেছে উপজেলা ছাত্রলীগ।
শনিবার (৭ মে ২০২২) দুপুরে ফুলবাড়ী ডিগ্রী কলেজের গ্রন্থাগার প্রভাষক বলাই কুমার শীলের হাতে বিভিন্ন বিষয়ের গাইড বই তুলে দেন ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল ও সাধারণ সম্পাদক মুছাব্বির রহমান হ্যাভেন।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুছাব্বির রহমান হ্যাভেন বলেন, শিক্ষার মান উন্নয়ন ও প্রসারে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং থাকবে। আমাদের উপজেলার শিক্ষার্থীদের আরো সমৃদ্ধ করতে আমরা সবসময় জোর প্রচেষ্টা চালাবো।
এসময় ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপাধ্যক্ষ নুর ইসলাম শেখ, সহকারী অধ্যাপক হ শ ম জয়নুল আবেদীন, আব্দুল আউয়াল সরকার, আজাদ হোসেন, হোসেন সোহরাওয়ার্দী সহ অনেকে উপস্থিত ছিলেন।