ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ ২৮.৬.২০১৭
ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রামরামসেন এলাকায় বিদ্যুৎ স্পর্শে অলক চন্দ্র সরকার (২৮)নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত রাম চন্দ্র সরকারের ছেলে এবং এক সন্তানের জনক।
প্রত্যক্ষ দর্শি সুত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেল ৪টায় ধানের বীজতলার জমিতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎ চালিত পাম্পের তারে জরিয়ে এ ঘটনা ঘটে ।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী এবং ভাঙ্গামোড় ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।