ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু আটক করেছে।
্বিজিবি ও সীমান্তবাসী সুত্রে জানা গেছে,রোববার সকালে উপজেলার খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৫ এর সাব পিলার ২ এসের নিকট দিয়ে বাংলাদেশী ও ভারতীয় গরু চোরাকারবারীর একটি দল ভারত থেকে গরু নিয়ে আসার সময় বালারহাট বিওপি’র হাবিলদার জাহাঙ্গীর আলমের নের্তৃত্বে বিজিবি’র সদস্যরা ৪ টি গরু আটক করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে গরু ৪টি আটক করে বালারহাট ক্যাম্পে নিয়ে যায় বিজিবি। আটককৃত গরুটির আনুমানিক মূল্য দুই লাখ টাকা।
এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবি শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম সত্যতা নিশ্চত করেন।