মিথিলা ইসলাম মৌঃ
সাম্প্রতিক সময়ে প্রতিনিয়ত হ্যাকাররা ফেসবুকসহ বিভিন্ন সোস্যাল মিডিয়া ব্যবহারকারীদের ইন্টারনেটে বিভিন্ন অফার দিয়ে সোস্যাল মিডিয়া ব্যবহারকারীদের গোপনীয় তথ্য হাতিয়ে নিয়ে ব্লাক মেইল করে বিভিন্ন সময় বিভিন্ন সময়ে প্রতারনার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছে।সম্প্রতি দারাজের সমর্থকদের জন্য বিনামুল্যে উপহার নামে একটি স্পার্ম সাইট থেকে ফেসবুকসহ বিভিন্ন সোস্যাল মিডিয়া ব্যবহারকারীদের মাঝে ছড়িয়ে দিয়েছে। এতে বলা হয়েছে “অভিনন্দন আপনি আমাদের জরিপের জন্য নির্বাচিত হওয়ার জন্য খুব ভাগ্যবান। মাত্র এক মিনিটের মধ্যে আপনি iphone12 পাওয়ার সুযোগ পাবেন। আর যায় কোথায়? কথায় বলে হুজুগে বাঙ্গালী,নাওয়া খাওয়া ছেড়ে রাত জেগে এমনকি সারাদিনের শ্রম বিক্রি করা টাকা দিয়ে ইন্টারনেট প্যাকেজ কিনে জরিপে অংশ নিয়ে iphone12 তো পাওয়া দুরের কথা নিজের সকল তথ্য তুলে দিচ্ছে হ্যাকারদের কাছে। আর হ্যাকাররা তথ্য খুঁজে খুঁজে বিভিন্ন সময়ে ফেসবুক ব্যবহারকারীদের,তার বন্ধু-বান্ধবদের নিকট এমনকি ব্যবহারকারীদের মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন সময় অর্থ হাতিয়ে নিচ্ছে।সুতরাং এখনই সাবধান। লোভনীয় ফাঁদে পড়ে নিজের গোপনীয়তা হ্যাকারদের হাতে তুলে দিবেন না।এ বিষয়ে অনলাইন শপিং “দারাজ’এর সাথে কথা বলে জানাগেছে তারা এ ধরনের কোন অফার চালু করেনি। কেউ প্রতারিত হলে দারাজ কর্তৃপক্ষ কখনও দায়ী নয়। সুতরাং কেউ ভুলে এসব লিঙ্কে ক্লিক করে নিজের সর্বনাশ নিজে করবেন না।