বরগুনা জেলা সংবাদদাতা ঃ
বরগুনা শিশু আনন্দ মেলার নামে চলছে এক শ্রেনির মানুষের মোটা হওয়ার চেষ্টা। গত ২৮/৯/২২তারিখ শুরু হয় বরগুনা সার্কিট হাউজ মাঠে শিশু আনন্দ মেলা।ধীরেধীরে রুপ নেয় বানিজ্য মেলায় প্রথমে সার্কাস, চরকগাছ সহ শিশুদের বিনোদন সামগ্রি।পরে লটারি খেলা এবং হাউজি শুরু করে মেলা কমিটির নেতৃবৃন্দ। খোজ নিয়ে জানাগেছে বরগুনা প্রেসক্লাবের পরিচালনায় কিছু অসাধু সাংবাদিকরা এ সব চলছে। স্থানীয় মাহবুব ও স্বপন বলেন জেলা প্রশাসক কে এ সব বন্ধের চিঠি দিয়েছে ধর্মীয় সংগঠনগুলো কিন্তু কোন ব্যাবস্থা নেওয়া হচ্ছে না।
বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান কোন কথা বলতে রাজি হন নি।