বিশেষ প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়ার ইউনিয়নের আলিস্যার মোড় থেকে ৭৭ বোতল পেন্সিডিল সহ মজনু নামের ১ ব্যাক্তিকে আটক করেছে কাকচিড়া নৌ পুলিশ। কাকচিড়া ফাড়ি ইনচার্জ এস আই সঞ্জয় মন্ডল জানায়, শনিবার রাত ৮ টায় স্থানীয় লোকজনদের সহায়তায় কাকচিড়ার আলিস্যার মোড় থেকে মটরসাইকেলে পাথরঘাটা যাওয়ার পথে মজনুকে ৭৭ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। মজনু পাথরঘাটার বড়ইতলা গ্রামের মৃতঃ জব্বার মুন্সির ছেলে। পরে পুলিশ বাদী হয়ে মজনুর নামে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।