চট্টগ্রাম ব্যুরো চিফ
সিএমপির বাকলিয়া থানা এলাকায় ০৩ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামিক মোহাম্মদ জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল মিজানের গ্যারেজের পিছনের ভাড়াটিয়া (ভাসমান) ইয়াকুবের ছেলে।
থানা সূত্রে জানা যায়, এসআই(নিঃ)/ মোঃ নিজাম উদ্দিন সঙ্গীয় এএসআই(নিঃ)/মোঃ মোশারফ হোসেন ভূইয়া, এএসআই(নিঃ)/মোঃ শাহাদাত হোসাইন সর্ব-বাকলিয়া থানা, সিএমপি, চট্টগ্রামদের সহায়তায় দায়রা নং-২৫২২/১৬, চকবাজার থানার মামলা নং-১(৩)১৬, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৭(খ) এর ০৩ (তিন) বছরের সাজা প্রাপ্ত ও ২,০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি।
এ বিষয়ে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ আফতাব হোসেন বলেন,আসামী মামলার সাজা হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় আত্ম-গোপন করে ছিল। তাকে গ্রেফতারের উদ্দেশ্যে বাকলিয়া থানা পুলিশ বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। সর্বশেষ বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।