ঝালকাঠি প্রতিনিধি :এনজিও থেকে ঋন নিয়ে ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে একটি ডাইসু (টমটম) কিনছিলান এটি দিয়েই যা আয় হতো তা দিয়ে ঋণের টাকা পরিশোধ ও সংসার চলতো। আয়ের একমাত্র সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে কথাগুলো বলছিলেন সুমন খান (৩০)নামে এক যুবক।

রবিবার রাতে ঝালকাঠি নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামের মসজিদের পাশে থেকে আয়ের একমাত্র সম্বল কে বা কারা চুরি করে নিয়ে গেছে। বিভিন্ন জায়গায় চুরি যাওয়া টমটমগাড়ি খোঁজ করেও ফিরে পাননি তিনি। আয়ের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সুমন খান।

অসহায় সুমন খান কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামের হাবিব খানের ছেলে।

সুমন খান জানান, প্রতিদিনের মতো গতকাল রাতেও আমার টমটমগাড়িটি মসজিদের পাশে রেখে বাড়িতে আসি । সকালে এসে দেখি আমার গাড়ি নাই। এটা দিয়েই আমার সংসার চলতো। অনেক খোঁজা খুঁজি করেও কোথাও পাইনি।গাড়িটি হারিয়ে বর্তমানে আমি নিঃস্ব হয়ে গেলাম।

আরিফ হাওলাদার নামে আরেক টমটম চালক বলেন,আমার গাড়িও এখানেই ছিলো আমারটা নিতে পারেনি। আমার গাড়ির বক্সের তালা ভেঙে হ্যান্ডেল নিয়ে সুমনের গাড়িটি নিয়ে যায়।ওই গাড়ি দিয়েই ওর সংসার ও ঋণের টাকা পরিশোধ করতো। এখন সংসার চলতে ও ঋণের টাকা পরিশোধ করতে খুবই কষ্ট হবে।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী কোন মন্তব্য করতে রাজি হননি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *