স্টাফ রিপোর্ট:
বিএনপির সাবেক এমপির নজির শশুর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে জেলার তাহিরপুরের বিন্নাকুলি গ্রামে প্রয়াত আব্দুল হক তালুকদার ওরফে গেদু মিয়ার বাড়িতে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
প্রয়াত আব্দুল হক তালুকদার ওরফে গেদু মিয়া জেলা আওয়ামী লীগের প্রয়াত সাবেক সভাপতি ও সুনামগঞ্জ-৪ আসনের সাবেক এমপি আব্দুর জহুরের সহোদর এবং সুনামগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় একাধিক বারের সাবেক এমপি নজির হোসেনের শশুর।
বৃহস্পতিবার রাতে সাবেক এমপি নজির হোসেনের শ্যালক কয়ছর আহমেদ তালুকদার অগ্নিকান্ডের ঘটনাটি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান,বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বিন্নাকুলিতে গ্রামে বসতবাড়ি লাগোয়া টিনশেডে ঘরের ভেতর রাখা শতাধিক জমির খঁড়ে (গো-খাদ্য)’র মধ্যে আগুন লাগলে খঁড়সহ পুরো ঘরটি ভস্মিুভত হয়ে মুহুর্তেই ছাই হয়ে যায়।
প্রতিবেশী বাড়ির এক শিশু রাতের খাবার সেরে ঘরের বাহিরে এসে আগুন দেখতে পেয়ে খবর দিলে প্রথমে স্থানীয় গ্রামবাসী আগুন নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা করেন।
খবর পেয়ে প্রায় ৪০ মিনিট পর পাশর্^বর্তী বিশ^ম্ভরপুর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে নেয়।
বৃহস্পতিবার রাত দেড়টায় কয়ছর আহমেদের নিকট অগ্নিকান্ডের কারন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ধারণা করছি কেউ হয়ত পূর্ব পরিকল্পিতভাবে বাড়ির ভেতর প্রবেশ পূর্বক খঁড়ের ঘরে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। গাছপালা ,টিনশেডের ঘরে রাখা দেড় বছরের জমানো খড় (গো-খাদ্য) সহ আগুনে পুড়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে চার থেকে পাঁচ লক্ষাধিক টাকার মত হতে পারে।,