আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম প্রতিনিধি
বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং এবং জ্বালানীখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে মোক্তারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়।এ সময় পুলিশ মিছিলে বাঁধা দেয় পরে জেলা বিএনপি কার্যলয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন,যুগ্ম সম্পাদক আশরাফুল হক রম্নবেল,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবার হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেব,জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রিপন,শ্রম বিষয়ক সম্পাদক রফিয়াল হোসেন,সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান কবির লিখন,পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম,কৃষকদল জেলা শাখার আহবায়ক খলিলুর রহমান,পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইনসান আলী,পৌর যুবদল আহবায়ক শহিদুল ইসলাম শিমুল,সদর উপজেলা যুবদলের ১নং সদস্য ফেরদৌস খান রম্নবেল সহ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন সরকার উন্নয়নের নামে ফাঁকা বুলি আউড়িয়ে জনগনকে বিভ্রান্ত্ম করেছে।কুইকরেন্টালের নামে বিদ্যুতের বারোটা বাজিয়ে দিয়ে এখন ভয়াবহ লোডশেডিং উপহার দিয়েছে। এ সরকার সব জিনিষের দাম মানুষের নাগালের বাইরে নিয়ে গিয়ে জনগনের ভোগান্তি বাড়িয়েছে।