লেখক,মৃধা বেলাল।
আজও সাড়া দিয়ে যায় সেই বিদ্রহী কন্ঠস্বর
আজও এ মাটিতে সহসা জেগে ওঠে।
একদা মাতৃ কোলের সেই বিদ্রোহী সুমধুর কন্ঠস্বর,
জীবন জন্ম তরঙ্গের শব্দে আজও বুধ বুধ তোলে।
সুমধুর সেই বঙ্গবন্ধুর বিদ্রোহী কন্ঠস্বর,
সুতিব্র ঘোষনায় সজীব হয়,
আজও এ বাংলার মাঠ ঘাট।
আকাশে বাতাসে শুনতে পাই,
আজও সেই বিদ্রোহী কন্ঠস্বর।
অরন্যের গভীরতা থেকে স্বব্ধতা কেড়ে নেয়,
আজও সেই বিদ্রোহী ধ্বনি।
যে ধ্বনি দিল আজ মোদের স্বধীনতার বানী।
যার শৈশব আর তারুন্যেকে নিয়ে আসে,
ধুলোমাটির একান্ত কাছে।
তার বুলন্ধ কন্ঠসর বিপুল সমুদ্রের ঢেউ,
আজও ঝড় তোলে সংগ্রামী বাংলাদেশীদের বুকে বুকে।
আছড়ে পড়ে এখনো পাথরের বুক ফেটে,
অগ্নি প্রজ্বলণ জ্বল।
আজও সাড়া দিয়ে যায় সংগ্রামী জনতার বুকে বুকে,
সেই বিদ্রোহী কন্ঠস্বর
এ যেন মনে হয়,
নভচারী এক মিষ্টি পাখির গান।
আবার কখনো কখনো মনে হয়,
অরন্যে, সাগর, নিলিমায়, নদীর বুকে,
ধান ক্ষেতে আ বার কখনো মেঘের ভেলায়।।
সেই বিদ্রোহী কন্ঠস্বর উচ্চারিত হয়।।
কখনো এই কন্ঠসর বলে যায়,
আমি আছি আমি আছি কৃষানের সবল পেশিতে,
গুনটানা মাঝিদের ধমনীর শিরায় শিরায়।।
আমি আছি নিরন্ন কৃষানের, জঠর জালায়।
ফুটপাতের অবহেলিত অপুষ্ট শিশুদের,
নিস্পাপ চোখের তারায়।
সেই কন্ঠস্বর আজও বলে যায়,
আমি আছি আমি আছি,
দরিদ্র মেহনতি মানুষের নয়নের তাঁরায় তাঁরায়।