মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
বিশ্ব নদী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে দিনাজপুরের খানসামায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মন্জুরুল হকের সঞ্চালনায় নদী রক্ষায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন বর্মন, দুহশুহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল আলম চৌধুরী, খানসামা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরনবী ইসলাম প্রমুখ।